আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী হেদায়েত হোসেনের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক র‌্যালী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ ,১৮ আগস্ট, ২০১৮ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ণ ,১৯ আগস্ট, ২০১৮
কাজী হেদায়েত হোসেনের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক র‌্যালী

রাজবাড়ী প্রতিনিধি।। বঙ্গবন্ধুর সহযোদ্ধা, রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য, রাজবাড়ী পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী হেদায়েত হোসেন এর ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শোকর‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৮ই আগষ্ট শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতি পুষ্প মাল্য অর্পন করা হয়।

পরে, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের উদ্যোগে তাদের দলীয় কার্যালয় থেকে একটি শোকরর‌্যলী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মরহুম কাজী হেদায়েত হোসেনের সমাধী প্রাঙ্গণে মিলিত হন। সেখানে পুষ্পমাল্য অর্পন করার পাশাপাশি দোয়া মোনাজাত করা হয়।

সে সময়, মরহুমের বড় ছেলে শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী, মেঝ ছেলে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, এ্যাড. মামুন, এ্যাড. রফিকুল ইসলাম, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, উজির আলী, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম শফি, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কমৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments