আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দূবৃত্তদের থেকে রক্ষা করতে যাত্রী সর্তকতায় ‘দৌলতদিয়া শিশু সংসদ’


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:৩৯ অপরাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৮
দূবৃত্তদের থেকে রক্ষা করতে যাত্রী সর্তকতায় ‘দৌলতদিয়া শিশু সংসদ’

নিজস্ব প্রতিনিধি।। দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চল ২১ জেলার প্রবেশ দ্বার হিসাবে খ্যাত সাবেক গোয়ালন্দগাট বর্তমানের দৌলতদিয়া ঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যান ও লক্ষ লক্ষ মানুষ পাড়াপাড় হয়ে থাকে। ঘাট এলাকায় প্রতিনিয়তই ভিড় থাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটে থাকে। প্রায়ই নিঃস্ব হন সাধারন মানুষ। ঈদর সময় আরো বেশী ভিড় হওয়ায় অপরাধমূলক কর্মকান্ডও বৃদ্ধি পায়।
এই অপরাধ ঠেকাতে এগিয়ে এসছে ‘দৌলতদিয়া শিশু সংসদ’ নামে একটি সামাজিক সংগঠন।

যানাযায়, দৌলতদিয়া ঘাট দিয়ে চলাচলকারী যাত্রীরা অঙ্গান পার্টি, মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারী, জুয়াড়ু, ও দালালসহ বিভিন্ন দূবৃত্তদের খপ্পরে পড়ে প্রতিনিয়তই সর্বস্ব খোয়াচ্ছেন। সর্বস্ব খোয়ানোর সাথে সাথে অনেক সময় আবার আহতও হচ্ছেন। এসকল দূবৃত্তদের কবল থেকে সাধারন মানুষ (যাত্রীদের)কে সতর্ক করতে ও জনসচেনতা বাড়াতে এগিয়ে এসছেন বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘দৌলতদিয়া শিশু সংসদ’। এরা, বাল্য বিবাহ প্রতিরোধ, দরিদ্র মেধাবী শিশু শিক্ষার্থীদের সহায়তা ও খেলাধুলাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে ইতমধ্যে সমাজে বেশ সুনাম অর্জন করেছে ‘দৌলতদিয়া শিশু সংসদ’ নামে স্থানীয় এই সংগঠনটি।

আসন্ন ঈদ-উল-আযহা কে সামনে রেখে আজ কয়েকদিন যাবত দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন স্থানে যাত্রী সচেতনতামূলক তথ্য সম্বলিত সাইনবোর্ড লাগিয়ে যাচ্ছে এই সংগঠনের সদস্যরা।

জুমার নামাজ আদায়ের পর দৌলতদিয়া শিশু সংসদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একদল তরুণ কর্মী আজও সচেতনমূলক সাইনবোর্ড ও ব্যানার লাগানোর কাজ করেছে।
এই সাইনবোর্ড স্থাপন কর্মসূচীতে সাথে ছিলেন, ‘দৌলতদিয়া শিশু সংসদ’ এর সাধারণ সম্পাদক সাবিত বিন রাসেল, প্রচার সম্পাদক আলামিন মণ্ডল, ক্রিড়া সম্পাদক শাকিব মণ্ডল, অর্থ সম্পাদক জিহাদ প্রমাণিক। সদস্যদের মধ্যে ছিলেন, জসিম প্রমাণিক ও পরেশ প্রমাণিক।

Comments

comments