আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী হেদায়েত হোসেন এঁর ৪৩তম শাহাদৎ বার্ষিকীতে শোক বার্তা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৮ | আপডেট: ৬:৩২ অপরাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৮
কাজী হেদায়েত হোসেন এঁর ৪৩তম শাহাদৎ বার্ষিকীতে শোক বার্তা

সাবেক গণ-পরিষদ সদস্য মরহুম কাজী হেদায়েত হোসেন এর ৪৩তম শাহাদৎ বার্ষিকী। ১৮ই আগষ্ট হচ্ছে রাজবাড়ীর ইতিহাসের এক কলঙ্কজনক ঘটনা।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালোরাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ঘাতকেরা চেয়েছিল বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের হত্যা করতে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে হত্যার ৩দিন পর অর্থাৎ-

৭৫ এর ভয়াল ১৮ই আগষ্ট মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গণ-পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনকে স্বাধীনতা বিরোধী ঘাতকরা নির্মমভাবে হত্যা করে।

শোকাবহ এদিনে আমি গভীর শ্রদ্ধা জানাই রাজবাড়ীর গন-মানুষের প্রতিনিধিত্বকারী মরহুম কাজী হেদায়েত হোসেনের প্রতি ও পরম করুণাময় আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কমনা করছি। সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আসুন, আমরা রাজবাড়ীর গণমানুষের নেতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে রাজবাড়ী জেলার উন্নয়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সাবেক গণ-পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ছেলে আলহাজ্ব কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর হাতকে শক্তিশালী করি। আমিন–

এস.এম. রিয়াজুল করিম
প্রকাশক ও সম্পাদক
জনতার মেইল.কম

Comments

comments