আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নৌকার হালচালের খবর নিতে রাজবাড়ীতে ব্যারিষ্টার নওফেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০১৮ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ণ ,১৬ আগস্ট, ২০১৮
নৌকার হালচালের খবর নিতে রাজবাড়ীতে ব্যারিষ্টার নওফেল

নিজস্ব প্রতিনিধি।।বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল্লাহ চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্থপতি। তিনি বাঙ্গালী জাতিকে সর্বোচ্চ স্থানে নিয়ে যেত চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তাকে এই ১৫ আগষ্টে নির্মমভাবে হত্যা করেছিল।

সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের দলের নেতা-কর্মিরা মাঠে থাকি ও কাজ করি। অনেক সময় আমাদের অনেকের প্রতি অভিযোগ থাকে, দিধা-দন্দ থাকে, সেই দিধা-দন্দকে ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে একসাথে পথ চলতে হবে। তবে, কে নৌকা পেল আর কে পেলনা সেটা বড় কথা নয়, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে তাকেই জিতিয়ে আনতে হবে।
আমরা পেশী শক্তি, দূর্বৃত্তায়ন, অপশক্তি ও কাল টাকার রাজনীতি করি না। আর রাজনীতি কারও উপরে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয়াই রাজনীতির মূল উদ্দেশ্য। দেশের প্রতিটি জেলায় যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে পরিচালনা করা যায় এবং তা বাস্তবায়নের লক্ষেই সাংগঠনিক ভাবে দলকে শক্তি শালি করতে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছি।

তবে বিএনপি জামায়েত চক্র সরকারের পতন ঘটাতে ছাত্রদের সাথে মিশে একটি শুক্ষ রাজনীতি করতে চেয়েছিল। তবে তা তারা বাস্তবায়ন করতে পারেনি। কারন ছাত্রদের দাবি ছিল সঠিক, তাদের দাবি মিটিয়ে ভালবাসা দিয়ে বুঝিয়ে তাদের ঘড়ে ফিড়িয়েছে।
তারা এখন সরকার পতন করে কিভাবে নির্বাচন করা যায় সেই আশায় বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরছেন। বিদেশীদের নিয়েই থাকুন আপনাদের দেশের মানুষের প্রয়োজন নেই, দেশের মানুষ আপনাদের আর চায়না।
১৫ই আগষ্ট-১৮ বুধবার রাত ৮.টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায়, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী। সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী সেখ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মীনি রেবেকা সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

comments