আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ ,১৫ আগস্ট, ২০১৮ | আপডেট: ১:১৩ পূর্বাহ্ণ ,১৬ আগস্ট, ২০১৮
রাজবাড়ীতে আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৫ই আগষ্ট-১৮ বুধবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।

পরে, দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আম্রকাননে এসে শেষ হয়। পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন।

এতে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী। সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এ্যাডঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিবৃন্দ।

এ উপলক্ষে দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয় প্রঙ্গনে মিলাদ মাহফিল ও তবারক বিতরন করা হয়েছে এবং বিকেলে বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দায়ার মাহফিলে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি উপস্থিত ছিলেন।

Comments

comments