র্যাব কর্তৃক কারেন্ট জালসহ ১জন আটক ও ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ ,৯ আগস্ট, ২০১৮ | আপডেট: ৬:৪২ অপরাহ্ণ ,৯ আগস্ট, ২০১৮
নিজস্ব প্রতিনিধি।। ফরিদপুরের মেসার্স এম আর জুট প্যাকেজিং ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধারসহ উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোঃ মফিজুল ইসলাম(৪৫) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
উক্ত ক্যাম্পের কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খানের নেতৃত্বে ৮ই আগষ্ট-১৮ বুধবার সন্ধ্যা ৭.টার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর ছোনপচা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ও অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তি, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ছোনপচা কানাইপুর গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে।
এ সময়, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু সাঈদের উপস্থিতিতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিব্জ্জুামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনী-২০১০) এর ৬(গ)ধারা মোতাবেক উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোঃ মফিজুল ইসলাম(৪৫)কে ২০,০০০/-(বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত ফ্যাক্টরী সীলগালা করা হয়।
উক্ত উদ্ধারকৃত কারেন্ট জাল পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর হেফাজতে আছে।