আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব কর্তৃক কারেন্ট জালসহ ১জন আটক ও ভ্রাম্যমান আদালতে জরিমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ ,৯ আগস্ট, ২০১৮ | আপডেট: ৬:৪২ অপরাহ্ণ ,৯ আগস্ট, ২০১৮
র‌্যাব কর্তৃক কারেন্ট জালসহ ১জন আটক ও ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি।। ফরিদপুরের মেসার্স এম আর জুট প্যাকেজিং ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধারসহ উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোঃ মফিজুল ইসলাম(৪৫) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

উক্ত ক্যাম্পের কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আউয়াল হোসেন খানের নেতৃত্বে ৮ই আগষ্ট-১৮ বুধবার সন্ধ্যা ৭.টার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর ছোনপচা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ও অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তি, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ছোনপচা কানাইপুর গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে।

এ সময়, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু সাঈদের উপস্থিতিতে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিব্জ্জুামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনী-২০১০) এর ৬(গ)ধারা মোতাবেক উক্ত ফ্যাক্টরীর স্বত্তাধিকারী মোঃ মফিজুল ইসলাম(৪৫)কে ২০,০০০/-(বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত ফ্যাক্টরী সীলগালা করা হয়।
উক্ত উদ্ধারকৃত কারেন্ট জাল পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর হেফাজতে আছে।

Comments

comments