আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর কুমার নদীতে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ ,২ আগস্ট, ২০১৮ | আপডেট: ১২:৪২ পূর্বাহ্ণ ,৩ আগস্ট, ২০১৮
রাজবাড়ীর কুমার নদীতে ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর ইউনিয়নের কাতলাগাড়ীর কুমার নদীর উপর ৬০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

২রা জুলাই-১৮ বৃহস্পতিবার বিকালে কাতলাগাড়ী বাজার সংলগ্ন এলাকায় এ উদ্বোধন অুষ্ঠিত হয়।

ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকৌশলী খান এ শামীম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সুলতানপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া, বসন্তপুর ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ বিশ্বাস, বসন্তপুর ইউপি আঃলীগের সভাপতি জিএমএ মান্নান ও নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিটন ট্রেডার্স এর মালিক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মানের আওতায় কুমার নদীর উপর ৬০ মিটার দৈর্ঘ্যর আরসিসি এ ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। এর চুক্তি মূল্যে ধরা হয়েছে ৩ কোটি ১৪ লক্ষ্য ৪১ হাজার ৯৭১ টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজটি সম্পন্ন করবেন মেসার্স লিটন ট্রেডার্স এবং ব্রীজটি নির্মাণের কাজটি শেষ হবে আগামী বছরের জুলাই মাসে।

Comments

comments