আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় অস্ত্র-গুলিসহ আবু দাউদ গ্রেপ্তার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ ,১ আগস্ট, ২০১৮ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ণ ,১ আগস্ট, ২০১৮
পাংশায় অস্ত্র-গুলিসহ আবু দাউদ গ্রেপ্তার

পাংশা উপজেলা সংবাদদাতা।। রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ আবু দাউদ কানন নামে এক চরমপন্থিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশের একটি অভিযানিক দল।

৩১শে জুলাই-১৮ মঙ্গলবার দিবাগত রাতে সেনগ্রামের আব্দুস ছাত্তার তুশির বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যাক্তি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের আশরাফ মাঝির ছেলে।

এ বিষয়ে, পাংশা মডেল থানার ওসি মোঃ আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার দিবাগত রাতে সেনগ্রামের আব্দুস ছাত্তার তুশির বাড়ির সামনে থেকে আবু দাউদ কাননকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবু দাউদ কাননের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ মোট ৬ টি মামলা রয়েছে। এবং সে চরমপন্থি সর্বহারা দলের সদস্য।

Comments

comments