পাংশা উপজেলা সংবাদদাতা।। রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ আবু দাউদ কানন নামে এক চরমপন্থিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশের একটি অভিযানিক দল।
৩১শে জুলাই-১৮ মঙ্গলবার দিবাগত রাতে সেনগ্রামের আব্দুস ছাত্তার তুশির বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যাক্তি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের আশরাফ মাঝির ছেলে।
এ বিষয়ে, পাংশা মডেল থানার ওসি মোঃ আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার দিবাগত রাতে সেনগ্রামের আব্দুস ছাত্তার তুশির বাড়ির সামনে থেকে আবু দাউদ কাননকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবু দাউদ কাননের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ মোট ৬ টি মামলা রয়েছে। এবং সে চরমপন্থি সর্বহারা দলের সদস্য।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।