আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ ৪জন আটক-১ কেজি গাঁজা উদ্ধার-পলাতক ১জন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ ,২৩ জুলাই, ২০১৮ | আপডেট: ৭:২৯ অপরাহ্ণ ,২৩ জুলাই, ২০১৮
রাজবাড়ী ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ ৪জন আটক-১ কেজি গাঁজা উদ্ধার-পলাতক ১জন

রাজবাড়ী প্রতিনিধি।। ৫০ পিস ইয়াবাসহ মোঃ আসিক মোল্লা (২০)ও আব্দুল মান্নান শেখ (২২) কে আটক করেছে রাজবাড়ী জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে, ২২শে জুলাই-১৮ রবিবার বিকাল ৫.টা ৫০.মিনিটের সময় আসিকের বসত ঘড় হতে আটক করা হয়।

ধৃত ব্যাক্তিদের পরিচয়, মেঃ আশিক মোল্লা রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  আলাদিপুর (বড়পাড়া)গ্রামের মোঃ সহিদ মোল্লার ছেলে এবং আব্দুল মান্নান শেখ একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের হোগলাডাঙ্গী গ্রামের জয়নাল শেখের ছেলে।

এ বিষয়ে ২২/৭/১৮ তারিখে তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮৭।

একইদিন ২য় অভিযানে, ২০ পিস ইয়াবাসহ মোঃ আলিম শেখ (২১) ও মোঃ নিয়াজ মাহমুদ নাঈম (২০) কে আটক করা হয়।

২২শে জুলাই-১৮ রবিবার বিকাল ৫.টার দিকে রাজবাড়ী জেলা সদরের আলাদিপুর পূর্বপাড়া জামে মসজিদের পাশে রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

ধৃত ব্যাক্তিদের পরিচয়, মোঃ আলিম শেখ হচ্ছে- রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলাদিপুর ব্রীজ গ্রামের মোঃ ইকবাল শেখের ছেলে, এবং মোঃ নিয়াজ মাহমুদ নাঈম একই জেলা উপজেলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাদিপুর (বড়পাড়া)গ্রামের মোঃ আলতাফ হোসেন মোল্লার ছেলে।

আটককৃত আসামীদেরকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২২/৭/২০১৮ ইং তারিখে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী থানার মামলা নং-৮৬।

একই দিন ৩য় অভিযানে, রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলীপুর মল্লিকপাড়া গ্রামের মোঃ আব্দুল মোতালেবের ছেলে মোঃ মুন্নাফ (২০) এর বাড়ি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মোঃ মুন্নাফ কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে ২২/৭/১৮ তারিখে মোঃ মুন্নাফের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮৮।

জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরীচালক রাজিব মিনার নেতৃত্বে অভিযানে অংমগ্রহন করেন পরিদর্শক ধঞ্জয় চন্দ্র দেবনাথ, উপ-পরিদর্শক মোঃ এনামূল হক, সিপাই মোঃ জমির উদ্দিন ও দিন্দার এবং রাজবাড়ী জেলার আনসার ভিডিপির নায়েক মোঃ অহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।

Comments

comments