আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাত ৮টার পরে উঠতি বয়সী শিক্ষার্থীদের বাইরে পেলে আটক;রাজবাড়ীর এসপি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ ,৪ জুলাই, ২০১৮ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ণ ,৫ জুলাই, ২০১৮
রাত ৮টার পরে উঠতি বয়সী শিক্ষার্থীদের বাইরে পেলে আটক;রাজবাড়ীর এসপি

রাজবাড়ী প্রতিনিধি ।। ‘উঠতি বয়সীর কোনো শিক্ষার্থী রাত আটটার পর বাসার বাইরে থাকলে বা আড্ডা করলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর এসপি।

৪ জুলাই-১৮ বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের ডা. আবুল হোসেন কলেজ প্রাঙ্গনে- কলেজ কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ বিরোধী এক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধ করতেই তিনি এ নির্দেশ দেন।
সভা শুরুর আগে প্রধান অতিথীকে ফুলেল শুভেচ্ছা জানান ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম।

এসপি বলেন, ‘উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত আটটার পরে বাইরে থাকতে পারবে না। আমি থানার ওসিদের নির্দেশ দেব, আপনারা তাদের আটক করে থানায় নিয়ে আসুন। অভিভাবকেরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যাবে।’ কারন রাত ৮.টার পরে বাইরে তাদের কোনো কাজ থাকার কথা নয়!
যে ভাবে তোমরা তোমাদের মাকে শ্রদ্ধা করো, বোনকে শ্রদ্ধা করো, ঠিক সেভাবে অচেনা মেয়ের প্রতি, তোমার পাড়ার মেয়েটির প্রতিও শ্রদ্ধা করতে হবে। তাদের প্রতির দায়িত্বশীল হতে হবে। এসময় তিনি, ইভটিজিং,মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে উপস্থিত শিক্ষার্থীদের হাত উঁচিয়ে শপথ করান ।

ওই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম। সভা সঞ্চালনা করেন সহযোগি অধ্যাপক শামীমা আক্তার মুনমুন।

এসময়, ডা. আবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ খোন্দকার ফারুক আহমেদ, রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীর, সহকারী অধ্যাপক সানজিদা আক্তার, সহকারী অধ্যাপক সদরুল আলম, সহকারী অধ্যাপক রুকসানা পারভীন ও শিক্ষার্থীরা প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments

comments