আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ওয়ার্ড-ইউনিয়ন নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ ,২৫ জুন, ২০১৮ | আপডেট: ২:১৬ পূর্বাহ্ণ ,২৫ জুন, ২০১৮
এবার ওয়ার্ড-ইউনিয়ন নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনতার মেইল ডেস্ক ।। নেতাদের সুসংগঠিত করতে এবার তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগ নেতাদের সাথে সরাসরি কথা বলতে বর্ধিত সভায় বসবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররাও থাকবেন।
সংগঠনকে গতিশীল করা, দ্বন্দ্ব-কোন্দল নিরসন করাসহ আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে সরাসরি নির্দেশনা জানাতে এবার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

একই উদ্দেশ্যে গত ২৩ জুন জেলা, থানা, মহানগর ও পৌরসভার নেতাদের ঢাকায় ডেকে বর্ধিত সভা করে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।
গণভবনে অনুষ্ঠিতব্য এ সভায় জাতীয় নির্বাচনের আগে ৮টি বিভাগের নেতাদের নিয়ে দুই দফায় মতবিবিময় করার কথা রয়েছে। প্রথম দফায় ৪ বিভাগ, দ্বিতীয় দফায় ৪ বিভাগের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। দলের একাধিক শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন।
দলের নীতি-নির্ধারণী নেতারা জানান, ওই বর্ধিত সভায় রাজনৈতিক সুফল এসেছে। ফলে একেবারে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘দলের নেতাকর্মীদের গতিশীল করা ও আগামী সংসদ নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দিতে আবারও বর্ধিত সভার আয়োজন।’ তিনি বলেন, এই বর্ধিত সভার সম্ভাব্য তারিখ ৭ এবং ১৪ জুলাই। প্রথম দফায় ৪ বিভাগের সঙ্গে দ্বিতীয় দফায় বাকি ৪ বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় প্রধান।’

দলের অপর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।’ তিনি বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে ও আগামী নির্বাচনের প্রস্তুতি কিভাবে নিতে হবে তৃণমূলের নেতাদের সে নির্দেশনা দিতেই এ আয়োজন।’
দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সংগঠনকে গতিশীল করা তৃণমূল নেতাদের উদ্বুদ্ধ করতে এই বর্ধিত সভার উদ্দেশ্য।’

Comments

comments