আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে পতিতাপল্লি হতে একশত পিচ ইয়াবাসহ আটক-১।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ ,৭ ফেব্রুয়ারি, ২০২২ | আপডেট: ১:০১ পূর্বাহ্ণ ,১০ ফেব্রুয়ারি, ২০২২
গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে পতিতাপল্লি হতে একশত পিচ ইয়াবাসহ আটক-১।

বিধান কুমার।। রাজবাড়ীর গোয়ালন্দ পতিতাপল্লির নভিতর হতে একশত পিচ  ইয়াবাসহ ১ জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাটথানা পুলিশ। আটককৃত হলেন, রাজবাড়ী গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মৃত ধুনাই খাঁর ছেলে মাদক ব্যবসায়ী এলেম খাঁ(৪৩)। সমবার ৭ ই ফেব্রুয়ারী-২২ সন্ধা ৭ টা ৪৫ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পতিতালয়ের ভিতর চেয়ারম্যান এর গলি কালির বাড়ীর সামনে স্লাপ বিছানো রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট মাদক ব্যাবসায়ি এলেম খাঁকে গ্রেফতার করেন পুলিশ। এ সময় তাহার নিকট হতে  প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ শত পিচ ইয়াবা জদ্ব করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৭/২২ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)রুজু করা হয়।

Comments

comments