বিধান কুমার।। রাজবাড়ীর গোয়ালন্দ পতিতাপল্লির নভিতর হতে একশত পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাটথানা পুলিশ। আটককৃত হলেন, রাজবাড়ী গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মৃত ধুনাই খাঁর ছেলে মাদক ব্যবসায়ী এলেম খাঁ(৪৩)। সমবার ৭ ই ফেব্রুয়ারী-২২ সন্ধা ৭ টা ৪৫ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পতিতালয়ের ভিতর চেয়ারম্যান এর গলি কালির বাড়ীর সামনে স্লাপ বিছানো রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট মাদক ব্যাবসায়ি এলেম খাঁকে গ্রেফতার করেন পুলিশ। এ সময় তাহার নিকট হতে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ শত পিচ ইয়াবা জদ্ব করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৭/২২ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)রুজু করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।