আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশও জড়িত মাদক ব্যবসার সঙ্গে, তাদের বিরুদ্ধেও অভিযান শুরু করা উচিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ ,১ জুন, ২০১৮ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ণ ,৩ জুন, ২০১৮
পুলিশও জড়িত মাদক ব্যবসার সঙ্গে, তাদের বিরুদ্ধেও অভিযান শুরু করা উচিত

জনতার মেইল ডেস্ক।।মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুলিশ-প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ। তিনি বলেছেন, ‘যারা মাদক ব্যবসা করছে, তারা বাইরের কেউ নয়, তারা আমাদের জনগোষ্ঠীরই একটা অংশ। এ ছাড়া, মাদক ব্যবসার জন্য কেবল তারাই অপরাধী নয়। মাদক ব্যবসার সঙ্গে পুলিশ-প্রশাসনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।’
৩১ মে-১৮ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪.টায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজন ‘মাদক নির্মূল অভিযান’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখানো হয়।

এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন– মানবাধিকার কর্মী নূর খান, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিল, কবি ও সাংবাদিক মাসুদা ভাট্টি, অনলাইন অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু।

বাকি বিল্লাহ বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দিকে বন্দুক তাক করে অভিযান শুরু করা উচিত রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র কি তা পারবে? তা তো পারবে না।’

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু বলেন, ‘বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ বেশ কিছু সংস্থা শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করেছে। আর সেই তালিকা ধরেই দেশজুড়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে ।
তিনি আরও বলেন, ‘তালিকায় নাম থাকা বা না থাকা ও কেটে দেওয়া বা না দেওয়া নিয়ে ভেতরে ভেতরে একটা বাণিজ্য হচ্ছে, এটা ঠিক। এ ছাড়া, তালিকায় থাকা প্রথম সারির মাদক ব্যবসায়ীদের অনেকেই অভিযান শুরুর পর আত্মগোপনে গিয়েছে। ফলে তাদের ধরা যাচ্ছে না।’ তারা থেকেই যাচ্ছে ।
তিনি আরো বলেন, ‘শীর্ষ ব্যবসায়ীরা মাঠে গিয়ে মাদক বিক্রি করে না; এ কাজ করে তাদের সেলসম্যানরা। ফলে অভিযানে বেশি ধরা পড়ছে এই সেলসম্যান বা মাঠ পর্যায়ের ব্যবসায়ীরাই।’
যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা। সে তালিকা ধরে ধরে এখন দেশজুড়ে মাদকবিরোধী অভিযান চলছে।’
তিনি বলেন- ‘কে কোন রাজনৈতিক দল করে বা কে কোন পরিবারের সদস্য তা বিবেচনা করে মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়নি। সুতরাং তেমন কোনও অভিযোগ করার কোনও সুযোগই নেই। মাদকবিরোধীদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তা চলা উচিত।’
অপু উকিল আরো বলেন- সমাজে মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণ করা নিয়ে বিরোধী কোনও দল বা মানুষ কিন্তু আগে কখনো সেভাবে সোচ্চার ছিলেন না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে মাদকের বিস্তার ঘটানোর ক্ষেত্রে আন্তর্জাতিক চক্রান্ত আছে। এক পত্রিকার খবরে দেখলাম, বাংলাদেশের মাদকসেবীদের মধ্যে কোন ধরনের ইয়াবা দ্রুত গ্রহণযোগ্যতা লাভ করবে, তা নিয়ে মিয়ানমারে গবেষণা হয়েছে। এটাই প্রমাণ করে, আন্তর্জাতিক চক্রান্তে এদেশে ভয়াবহ আকারে মাদকের বিস্তার ঘটানো হয়।’

সূত্রঃ- বাংলা ট্রিবিউন

Comments

comments