আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিয়া-সুন্নি নামে কোন ধর্ম নেই, একটাই ধর্ম ইসলাম : তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ ,২৮ মে, ২০১৮ | আপডেট: ১১:১২ অপরাহ্ণ ,২ জুন, ২০১৮
শিয়া-সুন্নি নামে কোন ধর্ম নেই, একটাই ধর্ম ইসলাম : তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

জনতার মেইল ডেস্ক ।। সুন্নি বা শিয়া নামে কোনো ধর্ম নেই, আমাদের ধর্ম একটাই, সেটা হলো ইসলাম । আফ্রিকা সফরে তিউনিসিয়া বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একথা বলেছেন ।
তিনি বলেন, মুসলমানদের বিভক্ত করার চেষ্টায় লেগে আছে পশ্চিমা দেশগুলো । পাশ্চাত্যের মিডিয়াগুলো আমাকে এবং তুরস্ককে সুন্নি মুসলমানদের দেশ হিসেবে ডাকে । কিন্তু আমরা সুন্নি বা শিয়া নামের বিভক্তির অংশ হব না । কারণ আমরা কেবল ইসলামকেই ধর্ম মনে করি । এমন চক্রান্তমূলক খেলা থেকে খুবই সতর্ক থাকা জরুরি ।
জেরুসালেম বিষয়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি বৈঠকের মূল্যায়ন করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট কিছু আরব দেশের দৃষ্টিভঙ্গি নিয়ে আফসোস করেন । তিনি বলেন, কিছু আরব দেশ অবিবেচনার পরিচয় দিয়েছে । এরপরও বৈঠকে তাদের অংশগ্রহণ সান্ত্বনাদায়ক ।

সূত্রঃ ডেইলি জং

Comments

comments