আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রী-সচিবদের মোবাইল ফোনে খরচের টাকা দেবে সরকার-কেনার জন্য পাবেন ৭৫হাজার টাকা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ ,২২ মে, ২০১৮ | আপডেট: ২:০৯ পূর্বাহ্ণ ,২২ মে, ২০১৮
মন্ত্রী-সচিবদের মোবাইল ফোনে খরচের টাকা দেবে সরকার-কেনার জন্য পাবেন ৭৫হাজার টাকা

জনতার মেইল ডেস্ক ।। মোবাইল ফোন কেনার জন্য সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরা পাবেন ৭৫ হাজার করে টাকা ।
এ জন্য তাঁরা এত দিন ১৫ হাজার টাকা পেতেন । এ ছাড়াও তাঁদের ফোন ব্যবহারের থাকছেনা নির্ধারিত কোনো সীমা-রেখা । যত টাকা খরচ হবে, তত টাকা দেবে সরকার । এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ।
২১শে মে-১৮ সোমবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই মন্ত্রিসভায় বৈঠক হয়েছে ।
সচিবালয়ে এক প্রেসবিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ সিদ্ধান্ত জানান ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ যেসব কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মোবাইলের সুবিধার জন্য এত দিন তাঁরা ৬০০ টাকা করে পেতেন । এখন থেকে তাঁরা মোবাইল ফোন ব্যবহার ভাতা হিসেবে মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন ।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ২০০৪ সাল থেকে এই নীতিমালাটা কার্যকর ছিল । এখন এটাকে যুগোপযোগী করা হলো । এর মধ্যে উচ্চ আদালতের বিচারপতিদের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে । এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার-প্রধানকে রোমিং সুবিধাসহ এখানে অন্তর্ভুক্ত করার অনুশাসন দিয়েছে । আজকের সভায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে । এই আইনটি ১৯৭৭ সালে অধ্যাদেশ আকারে করা হয়েছিল, আজ থেকে এটাকে আইন আকারে করা হচ্ছে ।

Comments

comments