আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ ,১৭ মার্চ, ২০২০ | আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ণ ,১৮ মার্চ, ২০২০
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি।। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯.টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে।

পূষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ।এছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, জেলা বার এসোসিয়েশন, সামাজিক সাংস্কৃতিক রজৈনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ধারাবাহীকভাবে পূষ্পমাল্য অর্পণ করেছেন।

পড়ে, জেলা প্রশাসক কার্যালরে সামনে শত বেলুন উড্ডয়ন করা হয়।

এছাড়াও, জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আরো কর্মসূচি রয়েছে। পরবর্তী সংবাদে বিস্তারিত প্রকাশ করা হবে।

Comments

comments