রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ ,১৭ মার্চ, ২০২০ | আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ণ ,১৮ মার্চ, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯.টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে।
পূষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ।এছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, জেলা বার এসোসিয়েশন, সামাজিক সাংস্কৃতিক রজৈনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ধারাবাহীকভাবে পূষ্পমাল্য অর্পণ করেছেন।
পড়ে, জেলা প্রশাসক কার্যালরে সামনে শত বেলুন উড্ডয়ন করা হয়।
এছাড়াও, জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আরো কর্মসূচি রয়েছে। পরবর্তী সংবাদে বিস্তারিত প্রকাশ করা হবে।