৪ জন মৃত কর্মচারীর পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ ,২ জুলাই, ২০১৮ | আপডেট: ১২:০৫ পূর্বাহ্ণ ,৩ জুলাই, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি ।। ২৬ লক্ষ টাকার সরকারী অনুদানের চেক রাজবাড়ী জেলার বিভিন্ন দপ্তরে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী ৪জন কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন- রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অনুদানের চেক প্রাপ্ত ব্যাক্তিরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২রা জুলাই-১৮ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ চেক হস্তান্তরের সময়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান এবং রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এবং জনতার মেইল.কম- এর সম্পাদক এস.এম. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।
চেকপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী জেলার কালুখালীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম নবাব আলীর স্ত্রী মিসেস সালমা পারভীনের অনুকুলে ৫ লক্ষ টাকা, পাংশার বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক মরহুম আহম্মদ আলীর স্ত্রী মিসেস বিউটি খাতুনের অনুকুলে ৫ লক্ষ টাকা, পাংশা উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার মরহুম মোশতাক আলীর স্ত্রী মিসেস রহিমা খাতুনকে ৮ লক্ষ টাকা এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মরহুমা মনোয়ারা খাতুনের স্বামী মোঃ আলী বাহার রোকন শিকদারকে ৮ লক্ষ টাকা করে মোট ২৬ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুদানের এ চেক প্রদানের পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী সরকারিভাবে প্রদত্ত এ অনুদান সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য চেক প্রাপ্ত সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের চেক প্রাপ্ত ব্যাক্তিরা এ সময়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে জেলা প্রশাসকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।