আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ জন মৃত কর্মচারীর পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ ,২ জুলাই, ২০১৮ | আপডেট: ১২:০৫ পূর্বাহ্ণ ,৩ জুলাই, ২০১৮
৪ জন মৃত কর্মচারীর পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

রাজবাড়ী প্রতিনিধি ।। ২৬ লক্ষ টাকার সরকারী অনুদানের চেক রাজবাড়ী জেলার বিভিন্ন দপ্তরে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী ৪জন কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন- রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অনুদানের চেক প্রাপ্ত ব্যাক্তিরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২রা জুলাই-১৮ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ চেক হস্তান্তরের সময়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান এবং রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এবং জনতার মেইল.কম- এর সম্পাদক এস.এম. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

চেকপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী জেলার কালুখালীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম নবাব আলীর স্ত্রী মিসেস সালমা পারভীনের অনুকুলে ৫ লক্ষ টাকা, পাংশার বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক মরহুম আহম্মদ আলীর স্ত্রী মিসেস বিউটি খাতুনের অনুকুলে ৫ লক্ষ টাকা, পাংশা উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার মরহুম মোশতাক আলীর স্ত্রী মিসেস রহিমা খাতুনকে ৮ লক্ষ টাকা এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মরহুমা মনোয়ারা খাতুনের স্বামী মোঃ আলী বাহার রোকন শিকদারকে ৮ লক্ষ টাকা করে মোট ২৬ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুদানের এ চেক প্রদানের পর জেলা প্রশাসক মোঃ শওকত আলী সরকারিভাবে প্রদত্ত এ অনুদান সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য চেক প্রাপ্ত সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের চেক প্রাপ্ত ব্যাক্তিরা এ সময়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে জেলা প্রশাসকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

comments