আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

২২৯ বস্তা ত্রাণের চালসহ ঢালারচর চেয়ারম্যান কোরবান আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ ,১৩ এপ্রিল, ২০২০ | আপডেট: ৫:২৬ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০২০
২২৯ বস্তা ত্রাণের চালসহ ঢালারচর চেয়ারম্যান কোরবান আটক

পাবনা সংবাদদাতা।। ২২৯ বস্তা ত্রাণের (ভিজিএফ) চালসহ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী (৬০) কে আটক করেছে র‍্যাব-১২।

১১ এপ্রিল-২০২০ সোমবার রাত সাড়ে ১০.টার দিকে বেড়া উপজেলার বাঁধেরহাটে ওই ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গোডাউন থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব -১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবির তরফদার জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোরবান আলী তার ইউনিয়ন পরিষদের দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ২২৯ বস্তা ত্রাণের চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে বাঁধেরহাটে তার ব্যক্তিগত গোডাউনে লুকিয়ে রেখেছেন। এর পর একটি টিম নিয়ে রাত সাড়ে ১০.টার দিকে সেই গোডাউনে অভিযান চালাই। সেখানে ওই চাল উদ্ধারসহ চেয়ারম্যান কোরবান আলীকে আটক করি।

বেড়া উপজেলার আমিনপুর থানার ওসি মঈনুদ্দিন জানান- ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে আমিনপুর থানায় চেয়ারম্যান কোরবান আলীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন।

Comments

comments