আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাঃ দেশে চলছে ত্রানের চাল চুরির প্রতিযোগিতা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ ,১৩ এপ্রিল, ২০২০ | আপডেট: ৪:২০ অপরাহ্ণ ,১৪ এপ্রিল, ২০২০
করোনাঃ দেশে চলছে ত্রানের চাল চুরির প্রতিযোগিতা

জনতার মেইল ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বন্ধ রয়েছে সব ধরনের অফিস-আদালত। দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। মহামারি এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় খেটে খাওয়া, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে সরকার। আর এই ত্রাণ নিয়ে দুর্নীতি না করার জন্য নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরেও থেমে নেই চুরি আর দূর্নীতি। সারাদেশে পরেগেছে ত্রান চুরির হিড়িক।

সরকারি চাল চুরি, ডিলার গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় সরকারের ১০টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল চুরি করে বিক্রির সময় প্রায় ৫০০ কেজি চালসহ মজদার রহমান নামে এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ এপ্রিল-২০২০ সোমবার সাঘাটার পদুমশহরের নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মজদার রহমান পদুমশহর ইউনিয়নের বাসিন্দা এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও রাকিব ট্রেডার্সের স্বতাধিকারী।

এলাকাবাসী জানান, সাঘাটা উপজেলার পদুমশহরে রাকিব ট্রেডার্সের গুদাম ঘর থেকে বস্তায় চাল ভর্তি ১০টি ভ্যান সাঘাটা উপজেলার বোনারপাড়ার দিকে যাচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে সন্দেহ হলে একটি ভ্যান আটক করে এবং পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেয়। বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আটক চাল বিষয়ে ভ্যানচালক আব্দুল মজিদের সঙ্গে কথা বলেন। এরপর জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) ডিলার মজদার রহমান তাকে চাল দিয়েছেন বোনারপাড়া বাজারের চাল ব্যবস্যায়ী আব্দুল আজিজের গুদাম ঘরে পৌছে দেয়ার

সাঘাটা ইউএনও মহিউদ্দিন জাহাঙ্গীর ঢাকাটাইমসকে বলেন, ডিলার মজদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হচ্ছে। তার ডিলারশিপ বাতিলসহ এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্রঃ ঢাকাটাইমস প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ১৫:১৪

সাড়ে ২৫ টন সরকারি চালসহ আ.লীগ নেতা আটক

জয়পুরহাটে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন অবৈধ চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করেছে র‌্যাব। ১১ এপ্রিল-২০২০ শনিবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।

আওয়ামী লীগ নেতা আল ইসরাইল জুবেল গোপীনাথপুর গ্রামের মৃত নছির আহম্মেদের ছেলে।

পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন তথ্যে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলের গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪০ মেট্রিক টন অবৈধ চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে।

সূত্র: ঢাকাটাইমস,  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ২২:৪১

৫ জেলায় আরও ১৫৭৯ বস্তা জব্দ, থামছে না সরকারি চাল চুরি, আ’লীগ নেতা ও ইউপি সদস্যসহ আটক ৭

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি থামছে না। দেশের পাঁচ জেলা থেকে আরও ১৫৭৯ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এসব ঘটনায় একজন ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সাতজনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে সাতজনের বিরুদ্ধে। আটক এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হুশিয়ারির পরও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা, ডিলার ও ব্যবসায়ীরা গরিবদের জন্য বরাদ্দ করা ১০ টাকা মূল্যের এই চাল আত্মসাৎ করছেন। শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত জব্দ চালের মধ্যে রয়েছে- জামালপুর ও বকশীগঞ্জে ৫২৬ বস্তা, বগুড়ায় ২৭০ বস্তা, ভোলার লালমোহনে ১৫ বস্তা, জয়পুরহাটের আক্কেলপুরে ৭৩৮ বস্তা ও ক্ষেতলালে ২২ বস্তা ও মৌলভীবাজারের বড়লেখায় আট বস্তা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

জামালপুর : সংস্থার তথ্যর ভিত্তিতে ১১ এপ্রিল-২০২০ শনিবার জামালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন অভিযান পরিচালনা করে নরুন্দি বাজারে তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফার গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা চাল জব্ধ এবং তোফাজ্জলকে আটক করেন। তোফাজ্জল তুলশীরচর ইউনিয়নের ওএমএস চাল বিক্রির ডিলার।

একই সময় নরুন্দি পশ্চিম নয়াপাড়া গ্রামে সদর উপজেলা যুবলীগের সদস্য রানা মিয়া খোকার গুদামে অভিযান চালিয়ে আরও ২০০ বস্তা চাল জব্দ করেন। এ সময় যুবলীগ নেতা রানা মিয়া পালিয়ে যান। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুই স্থান থেকে জব্দ করা সাড়ে ১৭ মেট্রিক টন (৩২৬ বস্তা) চাল নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

লালমোহন (ভোলা) : লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে ১০ এপ্রিল-২০২০ শুক্রবার রাতে ১৫ বস্তা চাল জব্দ করে ট্যাগ অফিসার ও পুলিশ। চাল চুরির অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমরকে গ্রেফতার করেছে পুলিশ।এ তথ্য নিশ্চিত করেছে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর।

স্থানীয়দের অভিযোগ, চাল ওজনে কম দেয়াসহ নামে বেনামে চাল নিয়ে বিভিন্নভাবে পরিষদের গুদাম থেকে সরাচ্ছেন তারা।

ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার এ ব্যাপারে বলেন, এসব চাল কার্ডধারী জেলেদের। জেলেরা চাল পেয়ে বিক্রি করেছে।

বগুড়া : র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চালসহ নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে গ্রেফতার করেছেন। ১১ এপ্রিল-২০২০ শনিবার রাতে উপজেলার শিমলা বাজারের তার বাড়িতে ও তার টিভি-ফ্রিজের শোরুমে ১৬৮ বস্তা চাল পাওয়া যায়। রাত পৌনে ১২.টায় এ খবর পাঠানোর সময় চালগুলো জব্দের কাজ চলছিল। র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ : ১১ এপ্রিল-২০২০ শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামের একটি বাড়ি থেকে ১০২ বস্তা চাল উদ্ধারসহ মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, চালগুলো ডিলারের কাছ থেকে কালোবাজারে সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির জন্য বাড়িতে মজুদ করা হয়।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে ২০০ বস্তা (৫,০০০ কেজি) সরকারি চালসহ নূর কালাম (৪৫) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কালাম বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকার জমশের আলীর ছেলে। ১০ এপ্রিল-২০২০ শুক্রবার রাতে পৌর বাজারের ওই ব্যবসায়ীর গুদাম থেকে চাল উদ্ধার ও তাকে আটক করা হয়। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

ক্ষেতলাল ও জয়পুরহাট : ক্ষেতলালে সুহলী বাজারের একটি গুদাম থেকে ১০ টাকা কেজির রেশনের ২২ বস্তা চালসহ ২ ভ্যানচালককে আটক করা হয়েছে। ১১ এপ্রিল-২০২০ শনিবার ভোরে উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশে সুহলী গ্রামের এমদাদুল হোসেনের গুদাম থেকে চালগুলো ভ্যানে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ক্ষেতলাল থানা পুলিশ তা জব্দ।

এ সময় উপজেলার সুহলী গ্রামের আফজাল হোসেন ও আনারুল ইসলাম নামে দুই ভ্যানচালককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, সুহলী গ্রামের আবদুল মালেকের চাল তারা বাজারে নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে আবদুল মালেক বলেন, আমি একজন চাল ব্যবসায়ী। আলমপুর ইউনিয়নসহ পাশের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্ররা ক্রয়কৃত রেশনের চাল ব্যবসায়ী হিসেবে আমার কাছে বিক্রি করে।

জয়পুরহাট : র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে ১১ এপ্রিল-২০২০ শনিবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৭৩৮ বস্তা (২৫ টন) সরকারি চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আল ইসরাইল ওরফে জুবেলকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। রাতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। আটক জুবেল গোপীনাথপুরের মৃত নজির উদ্দিন আহমেদের ছেলে।

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ভাটাউচি গ্রামের শুক্কুর আলীর বাড়ি থেকে ১০ এপ্রিল-২০২০ শুক্রবার রাতে ৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার মো. সুলেমান মিয়া ওই বাড়িতে সরকারি চাল মজুদ করেছেন এমন খবরে গ্রামবাসী বাড়িটি ঘেরাও করে ইউএনও, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশে খবর দেন। সন্ধ্যা ৭টায় পুলিশ গিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি, মামলাও দেয়নি। শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, উদ্ধার করা আট বস্তা চাল খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(সূত্রঃ যুগান্তর  ১২ এপ্রিল ২০২০)

রংপুর : বোতলজাত সয়াবিন তেলের ৩০টি কার্টন এবং ৫০ কেজির দুই বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। রংপুর ডিবির ডেপুটি কমিশনার উত্তম প্রসাদ জানান, ১১ এপ্রিল-২০২০ শনিবার দুপুর ১.টার দিকে একটি বাড়িতে অভিযান চালিয়ে টয়লেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য লুকিয়ে রাখায় একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কম দামে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে) টিসিবির পণ্য কিনে, সেগুলো গ্রাহকদের কাছে অনেক বেশি দামে বিক্রি করছিল।

সূত্র: ডেইলি স্টার

নাটোরে চাল চুরি করায় আ’লীগের ২ নেতা বহিষ্কার

নাটোর: ৭ এপ্রিল-২০২০ সুকাশ ক্লাবে ১৩ বস্তা চাল মজুদ ও বগুড়ায় বিক্রির সময় নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার থেকে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শাহীন শাহ, চাল ডিলার লুৎফর রহমান ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা বাজারের ব্যবসায়ী গোলাম হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন, একই ইউনিয়নের শারুপাড়া গ্রাম থেকে আরও ৪৮ বস্তা চালসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ডিলার আওয়াল হোসেন স্বপন এবং চাল ক্রেতা রহমত আলীকে আটক করে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

নাটোরের সিংড়ায় ১০ টাকা কেজি দরের চাল চুরি করায়  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ১২ এপ্রিল-২০২০ রোববার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী ও সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, সুকাশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল স্বপন। তাদের দলীয় পদ থেকে অব্যহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়।এ ঘটনার পাঁচদিন পর শাহিন ও স্বপনকে দল থেকে বহিষ্কার করা হল।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম ,  আপডেট: ১২ এপ্রিল-২০২০/ ৬:০৩:৩৩ পিএম

স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতার চাল চুরি আটকে দিলো জনতা

ব্রাহ্মবাড়িয়া : বিজয়নগরে সরকারিভাবে হতদরিদ্রদের মধ্যে ১০টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৪ বস্তা চাল আটক করেছে স্থানীয়রা।

১২ এপ্রিল-২০২০ রবিবার সকাল ১১.টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় সড়কে চালগুলো আটক করা হয়। জানা গেছে, এই চাল চুরিতে স্বেচ্ছাসেবক লীগ ও ইউপি চেয়ারম্যান স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জড়িত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানায়, উপজেলার বিষ্ণুপুর রানোর বাজারের ডিলার মো. শাহিন মিয়ার গোডাউন থেকে ব্যাটারি চালিত অটো রিকশা দিয়ে নেওয়ার পথে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়রা গাড়িসহ ১৪ বস্তা চাল আটক করে। খবর পেয়ে ওই এলাকার ইউপি সদস্য হুমায়ন মিয়া ও ইউপি সদস্য আক্তার মিয়া এবং শিল্পী তাভরিজ সরকার ঘটনার স্থলে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার বলেন, খবর পেয়ে দ্রুত লোক পাঠিয়েছি। চালগুলো উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: ইত্তেফাক ,  আপডেট: ১২ এপ্রিল, ২০২০/ ১৭:০৯

Comments

comments