মিতুল হাকিমের পরিকল্পনায় পাংশায় ভ্রাম্যমান মেডিকেল চালু। ফোন 01798627336 ও 01816871620
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ ,৬ এপ্রিল, ২০২০ | আপডেট: ৯:৩৩ অপরাহ্ণ ,৬ এপ্রিল, ২০২০
এস.এম হিমেল।। রাজবাড়ী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নিজস্ব অর্থায়নে এবং তার পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের সময়োপযোগী উদ্ভাবনী পরিকল্পনায় সাধারন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম চালু করা হয়েছে।
প্রানঘাতি করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজবাড়ী-২ আসনের আওতাধিন রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলাবাসীর জন্য ৪ এপ্রিল-২০২০ শনিবার হতে এ ভ্রাম্যমাণ মেডিকেল টিম চালু করা হয়।
ভ্রাম্যমাণ ওই মেডিকেল টিমের চিকিৎসক ডা. সুপ্রভ আহমেদ জানান- প্রানঘাতি করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ সাধারণ রোগীদের জন্য জেলার উল্লেখিত তিনটি উপজেলায় আমরা সেবা দেবো। রোগীরা প্রয়োজনে ০১৭৯৮-৬২৭৩৩৬ ও ০১৮১৬-৮৭১৬২০ নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিতে পারেন।
জানা গেছে, নম্বরগুলোতে কল করলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম ডাক্তারসহ অ্যাম্বুলেন্স নিয়ে চিকিৎসা সেবা প্রদানে ওই রোগীর বাড়ি পৌঁছে যাচ্ছেন। জেলার ৩টি উপজেলাতে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে হাসপাতাল বিমুখ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ। ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসক ডা. তিতুমীর বিশ্বাস বলেন- শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত পাংশা উপজেলার কলিমোহর ও সরিষা ইউনিয়নের ইউনিয়নের ৬ জন রোগীকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম সেবা দিয়েছে। ওই সকল রোগীদের ঔষুধ সরবরাহ করছেন স্থানীয় এমপি মোঃ জিল্লল হাকিম ও তার পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম।
এ বিষয়ে, ভ্রাম্যমাণ মেডিকেল উদ্ভাবনকারী এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল জনতার মেইলকে বলেন- মেডিকেল টিমের জন্য যত ওষুধ প্রয়োজন সরবরাহ করবো এবং মঙ্গলবার থেকে আমাদের নির্বাচনী এলাকায় শিশু খাদ্য বিতরণ করবো। এর আগে, শনিবার দুপুরে কালুখালী উপজেলায় পাঁচশ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছি।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম জানান, আমার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ যেন খেতে ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে সেই কাজ করে যাচ্ছি।