আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলেন রাজবাড়ীর ওসি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ ,২৮ মার্চ, ২০২০ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ণ ,২৯ মার্চ, ২০২০
করোনা: হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলেন রাজবাড়ীর ওসি

রাজবাড়ী প্রতিনিধি।। করোনাভাইরাস আতঙ্কে ও প্রতিরোধে সরকারের নির্দেশনায় ২৬শে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাজবাড়ীতে চলছে লক ডাউন। এই দূর্যগ মূহুর্তে জরুরী কাজ ছাড়া মানুষের বাড়ীর বাইরে চলাচল নিষেধ। সরকার বলছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এমন দোকান খোলা থাকবে। চাল, ডাল, তেল বা মুদির দোকান, ওষুধের দোকান, মাছ-মাংসের দোকান ও কাঁচামালের খোলা থাকবে।

তারই ধারাবহীকতায়, সরকার অনুমোদিত খোলা দোকান ব্যতিত সকল দোকান বন্ধ রাখার প্রচারণা এবং রাজবাড়ী সদর থানাধীন লোকোশেড, সোলাকান্দর, গোদারবাজার, বানীবহ, বেলগাছি, অন্তরমোড় ও তালতলা এলাকার সকল বাজারে সাধারণ লোকজনের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করলেন রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সহ অফিসার ফোর্স।

এ ছাড়াও, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ী থানার ১৪ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কররেছেন রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা।

Comments

comments