আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

SSC পরীক্ষায় রাজবাড়ীর প্রতিবন্ধী সিয়াম,বৃষ্টি ও সূবর্ণার সাফল্য


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ ,৮ মে, ২০১৮ | আপডেট: ৫:২০ অপরাহ্ণ ,৮ মে, ২০১৮
SSC পরীক্ষায় রাজবাড়ীর প্রতিবন্ধী সিয়াম,বৃষ্টি ও সূবর্ণার সাফল্য

নিজস্ব প্রতিনিধি ।। চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে পাস করেছে ৩জন প্রতিবন্ধী মোঃ সামিউল হাসান সিয়াম ও সানজিদা আইরিন বৃষ্টি । তাদের মধ্যে সিয়াম বুদ্ধি প্রতিবন্ধী ও বৃষ্টি বাক প্রতিবন্ধী এবং সুবর্ণা রাণী দাস দৃষ্টি প্রতিবন্ধী ।
রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলীর ছেলে সিয়াম রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ও সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের সামসুল আরেফিনের মেয়ে বৃষ্টি ইয়াছিন উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে যথাক্রমে জিপিএ-৪.০৬ ও জিপিএ-৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে । রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত সুভাষ চন্দ্র দাসের মেয়ে সুবর্ণা রাণী দাস রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অন্ধ শিক্ষা কার্যক্রমের আওতায় মানবিক বিভাগ হতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে ।
সিয়াম ভবিষ্যতে বড় কর্মকর্তা ও বৃষ্টি সেবিকা এবং সুবর্ণা বড় হয়ে বিসিএস কর্মকর্তা হতে চায় ।
মা কণিকা রানী দাস এতিম সুবর্ণা রাণী দাসের একমাত্র ভরসা ।
উল্লেখ্য, (সুবর্ণা রাণীর জীবনধারা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে ।)

Comments

comments