সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ ,৩ মার্চ, ২০২০ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ণ ,৪ মার্চ, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। জাসদ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ীর ক্যান্সার সোসাইটি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু (৬৭) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩রা মার্চ-২০২০ মঙ্গলবার ভোর ৫.টার দিকে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার তার নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যাসন্তান সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে দির্ঘ দিন ধরে ভূগছিলেন। আজ ভোর ৫.টার দিকে তার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার জানাযার নামাজ আজ বিকেল ৫.টা ২০ মিঃ সময়ে রাজবাড়ী জেলা শহরের রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে।পরে তাকে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজের আগে, তার মরদেহে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং জেলা প্রশাসন পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়।
বিশিষ্ট এ রাজনৈকিত ব্যাক্তির মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছন। জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুল হক মনি এর সত্যতা নিশ্চিত করেছেন।