আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন-৭ জন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ ,২৭ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ২:০৩ অপরাহ্ণ ,২৮ ফেব্রুয়ারি, ২০২০
গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন-৭ জন

গোয়ালন্দ প্রতিনিধি।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ-২০২০। এ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষদিন ছিল ২৭/২/২০২০ তাং বৃহস্পতিবার বিকেল ৫.টা পর্যন্ত। এদিন উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ৭ জন প্রার্থী ।

প্রার্থীরা হলেন- ১.ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মোস্তফা মেটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সি, ২.গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (স্বতন্ত্র প্রার্থী), ৩.সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের পুত্র ডা. আরিফুজ্জামান, ৪.জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, ৫.উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী, ৬.ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চোয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া এবং ৭.শেখ সুলতান।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ নিজাম উদ্দিন আহমেদ জানান- উৎসবমুখর পরিবেশে উপ-নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিরসহ ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।ঘোষিত তফশীল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী আজ ২৭/২/২০২০ গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। (১ মার্চ) মনোনয়নপত্র বাছাই ও (৮ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গোয়ালন্দ উপজেলা গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৩৫ জন । এরমধ্যে ৪৫ হাজার ৩৭১ জন মহিলা ও ৪৬ হাজার ২৬০ জন পুরুষ ভোটার। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছর ২১ মার্চ-১৯ গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এবিএম নুরুল ইসলাম ১৭ অক্টোবর-১৯ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হতে যাচ্ছে।

Comments

comments