রাজবাড়ীতে মজিব বর্ষ উপলক্ষে এমপি কাজী কেরামত আলীর পক্ষে কম্বল বিতরণ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ ,২৪ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৪৯ অপরাহ্ণ ,২৪ ফেব্রুয়ারি, ২০২০
মোঃ আলমাস আলী॥ মুজিব বর্ষ উপলক্ষ্যে রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর শুভাকাঙ্খিদের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার ১২-নং সুলতানপুর ইউনিয়নের শীর্তাত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি-২০২০ রবিবার বিকাল ৩.টার সময় সুলতানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২২৫ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে এমপি কাজী কেরামত আলীর পক্ষে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া।
কম্বল বিতরণ অনুষ্টানে, এ সময় উস্থিত ছিলেন- সুলতানপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান খান, সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফ মিয়া, আওয়ামী লীগ নেতা জলিল মোল্যা, মোঃ আসাদ মোল্যা ও কুদ্দুস শেখ প্রমূখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুলতানপুর পরিষদের সচিবসহ সকল স্টাফ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।