রাজবাড়ীর বৃচাত্রা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ ,১৭ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ৩:২৪ অপরাহ্ণ ,১৭ ফেব্রুয়ারি, ২০২০
সমীর কান্তি বিশ্বাস।। উৎসব মুখর পরিবেশে- রাজবাড়ী জেলার সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, বানিবহ ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চুসহ প্রমূখ।
এসময়, অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন বৃচাত্রা ফাজিল মাদ্রসার সভাপতি আব্দুল লতিফ মিয়া ও সার্বিক পরিচালনায় ছিলেন অত্র মাদ্রসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ মুসা নোমানী।
আলোচনা পর্ব শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।