দিনাজপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ ,৭ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ৫:২৫ অপরাহ্ণ ,৭ ফেব্রুয়ারি, ২০২০
দিনাজপুর সংবাদদাতা।। ‘খাস জমির অধিকার, ‘ভূমিহীন জনতার, এই স্লোগানকে সামনে রেখে হতদরিদ্র ভূমিহীনদের নিয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে, প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা মোঃ ইকবাল আমীন বলেন- অসহায় ভূমিহীনদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাদের জন্য সরকারি খাস জায়গা বরাদ্দ দিয়ে আবাসনের ব্যবস্থা ও ভূমিহীনদের নানা রকম সরকারি সুযোগ সুবিধাসহ মৌলিক অধিকার আদায়ের লক্ষে আমাদের বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কাজ করে যাচ্ছে।
৫ ই ফেব্রুয়ারী-২০২০ বুধবার সকাল ১১.টায় দিনাজপুর জেলা সদরের ৮নং উপশহর গোষ্ঠ মেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভূমিহীনদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সমাবেশে, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন।
সমাবেশে, মোঃ আলমগীর হোসেন (অবঃপ্রাপ্ত সেনা এনসিও) এর সভাপতিত্বে এবং মোঃ আব্দুস সালাম ও সাহাদাত মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ তারিফুল ইসলাম (তপু), সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া (বাদল) সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, ঠাঁকুরগাঁও জেলার সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান প্রমূখ।
এ সমাবেশে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা কমিটির সদস্য মোঃ আহসান কবির, মোঃ আরিফুল ইসলাম (আরিফ), ও মোঃ রবিউল ইসলাম সহ দিনাজপুর জেলা ও সদর উপজেলা কমিটির নেতা-কর্মিবৃন্দ।