রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী কমিটি গঠন
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ ,৩০ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৫৩ অপরাহ্ণ ,২ ফেব্রুয়ারি, ২০২০
আলমাস আলী।। নির্বাচনের মাধ্যমে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও, বার্ষিক সাধারণ সদস্যসভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি-২০২০ বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সদস্য সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
নির্বাহী কমিটিতে এলাকা পরিচালক সালাম আল মাসুদ সভাপতি, কোবাত হোসেন সহসভাপতি, এহসানুল খান সচিব ও মিলন রায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। ১৩ জন এলাকা পরিচালক তাদের গোপন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা পরিদপ্তরের মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (পশ্চিম অঞ্চল) শাখার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম।এতে সহযোগিতা করে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম, সদস্য সেবা) মোঃ আবদুল বাসেত।
সভাপতি সালাম আল মাসুদ বলেন, আমি প্রথমে এলাকা পরিচালক নির্বাচিত হয়েছিলাম। গত কমিটিতে আমি সচিব হিসেবে দায়িত্ব পালন করি। এবার আমি সভাপতি নির্বাচিত হয়েছি। সদস্যরা যাতে কোনো ভাবে হয়রানীর শিকার না হয়। কাউকে ভোগান্তি পোহাতে না হয়। আরো সহজে কাজ সম্পাদন করতে পারে তার উদ্যোগ নেওয়া হবে। এজন্য সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সহকারী মহাব্যবস্থাপক (এজিএম, সদস্য সেবা) মো. আবদুল বাসেত বলেন, প্রতিটি জেলায় এলাকা পরিচালক ১৩ জন। পরিচালকদের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে চারসদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি একবছর দায়িত্ব পালন করবেন।