আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে চানাচুর বোঝাই পিকআপ হতে ফেন্সিডিল উদ্ধার! আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ ,২০ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১০:১৮ অপরাহ্ণ ,২১ ডিসেম্বর, ২০১৯
দৌলতদিয়া ঘাটে চানাচুর বোঝাই পিকআপ হতে ফেন্সিডিল উদ্ধার! আটক-২

গোয়ালন্দ সংবাদদাতা।। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চানাচুর বোঝাই পিকআপে পরিবহনের সময় ৫৬০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় ফেন্সিডিল বহনকারী পিকআপ জব্দ করা হয়।

২০ ডিসেম্বর-১৯ শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দর্শনা আজমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে নয়ন (২৬) এবং আকন্দ বাড়িয়া গ্রামের হায়াত আলীর ছেলে স্বপন হোসেন (১৮)।

শুক্রবার সন্ধ্যায়, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শুক্রবার বেলা আড়াইটার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় একটি চানাচুর বোঝাই পিকআপে (নং ঝিনাইদহ ন-১১-০১২৬) তল্লাশি করে ৫৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী নয়ন ও পিকআপ চালক স্বপনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে পূর্বের আরো তিনটি মাদক মামলা রয়েছে।

অভিযানে অংশগ্রহন করেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে গোয়ালন্দঘাট থানার এসআই মিজানুর রহমান, এসআই হাবিবুর রহমান, এএসআই মোতালেব মুন্সী, এএসআই মনিরুল ইসলাম সহ একটি অভিযানিক দল।

Comments

comments