ইয়াং বাংলা’র উদ্যোগে রাজবাড়ীতে মহান বিজয় দিবস-১৯ পালিত
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ ,১৬ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ২:১৬ অপরাহ্ণ ,১৭ ডিসেম্বর, ২০১৯
রাজবাড়ী প্রতিনিধি।। ইয়াং বাংলা’র উদ্যোগে রাজবাড়ীতে যখাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০১৯।
দিবসটি উপলক্ষে, ১৬ই ডিসেম্বর-১৯ সোমবার সকাল ৮.টায় ইয়াং বাংলা’র রাজবাড়ী জেলা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর, কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে, জেলা শহরের পান্না চত্বর এলাকার ইউ মার্কেটে অবস্থিত কার্যালয় থেকে একটি বিজয় র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলগেটে এলাকায় শহীদ স্মৃতি চত্ত্বরে গিয়ে শেষ হয়, এবং সেখানে শহীদ স্মৃতি চত্ত্বরে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধাঞ্জলী।
এ সময়- ‘ইয়াং বাংলা’ ও ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এর রাজবাড়ী জেলা সমন্বয়ক এবং ‘রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাব’র সভাপতি ও ‘জনতার মেইল.কম’ এস.এম. রিয়াজুল করিম, ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এর সহকারী সমন্বয়ক উজ্জ্বল চক্রবর্ত্তী, রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, সহসভাপতি আলমাস আলী, সাংগঠনিক সম্পাদক সমির কান্তি বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মোঃ ফজলুর রহমান (ফজলু) ও এস.এম. রিয়াজুল করিমের কন্যা মিস ফারজানা ইয়াসমিন কবিতা প্রমূখ উপস্থিত ছিলেন।