এমপি কাজী কেরামত ছাড়াই গোয়ালন্দ উপঃ আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ ,১০ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৯:২৯ অপরাহ্ণ ,১১ ডিসেম্বর, ২০১৯
গোয়ালন্দ প্রতিনিধি।। গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে নুরুজ্জামান মিয়াকে পুনরায় সভাপতি ও যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন গেদুকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
১০ ডিসেম্বর-১৯ মঙ্গলবার দুপুর ১২.টায় গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ইরাদত আলী।
গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, ডা.এসএ সুবাহান, আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক প্রদিপ্ত চক্রবর্তী কান্ত, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, প্রচার সম্পাদক গোলাম মর্তুজা হেলাল প্রমুখ।
সম্মেলন শেষে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরদত আলী নুরুজ্জামান মিয়াকে সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে সোহরাব হোসেন গেদুর নাম ঘোষণা করেন।