আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ মাস পূর্বে হারানো ফোন উদ্ধার করলো রাজবাড়ী ডিবি পুলিশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৬:৪৮ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯
৩ মাস পূর্বে হারানো ফোন উদ্ধার করলো রাজবাড়ী ডিবি পুলিশ

নিজস্ব প্রতিনিধি।। ঢাকা থেকে ৩ মাস আগে হারানো আইফোন+৮ (iPhone 8+) আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিংয়ের মাধ্যমে ঢাকা উদ্ধার করে ফোনের মালিকের হাতে তুলে দিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

ফোনের মালিক- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা আশরাফুল আলম জুয়েল।

ঢাকা থেকে ফোনটা হারানোর পর জুয়েল রাজবাড়ী পুলিশ সুপারের শরনাপন্ন হন গত ২০ নভেম্বর-১৯। পরে পুলিশ সুপার ফোনটি উদ্ধারের দায়িত্ব দেন ডিবি পুলিশের ইন্সপেক্টর জিয়ারুল ইসলামকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্র্যকিংয়েরে মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র নাজমুলের কাছ থেকে উদ্ধার করেন। জানাগেছে, সে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইলের দোকান থেকে নতুন হিসেবে নগদ টাকায় ক্রয় করেছিলেন।

রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফ ২৭ নভেম্বর-১৯ বৃহস্পতিবার সকালেই ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে পেয়ে পুলিশ সুপারকে অবগত করেন। পরে, ফোনের মালিক আশরাফুল আলম জুয়েলেকে ডেকে এনে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার হাতে ফোনটি হস্তান্তর করেন।

খোয়া যাওয়া ফোনটি ফিরে পেয়ে রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোনের মালিক- আশরাফুল আলম জুয়েল।

Comments

comments