রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-১৮ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ ,৩০ এপ্রিল, ২০১৮ | আপডেট: ৯:৫০ পূর্বাহ্ণ ,৩০ এপ্রিল, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি ।। “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি ।
সিভিল সার্জন অফিসের আয়োজনে ২৯শে এপ্রিল-১৮ রোববার সকাল ১১.টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পুষ্টি বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, সিভিল সার্জন কার্যালয়ের এসওসিএস সফিউল আজম শুভ ।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ গোলাম ফারুক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম হান্নান প্রমূখ ।
অন্যান্যের মধ্যে এ সময় জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ স্বপন কুমার কুন্ডু, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম আজমসহ ডাক্তার ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্গান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি ও আগত অতিথিবৃন্দ ।