আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা-১৯ এর উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ ,১৬ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ণ ,১৬ নভেম্বর, ২০১৯
রাজবাড়ীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা-১৯ এর উদ্বোধন

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ীতে ৪ দিনব্যাপী আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বার-১৯ শনিবার সকাল সাড়ে ১১.টার দিকে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে, ঢাকা কর অঞ্চল ৩ যুগ্ম কর কমিশনার ড. হরিপদ সরকাররের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক দিলসাদ বেগম, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, করদাতা এসএম নওয়াব আলী, আয়কর আইনজীবি মাহবুবুর রহমান রঞ্জু প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন,কর অঞ্চল ৩ এর সহকারী কর কমিশনার সার্কেল ৫৬ রাজবাড়ীর আব্দুর রাজ্জাক। এছাড়া রাজবাড়ী এনএসআইয়ের উপ-পরিচালক শরিফুল ইসলামসহ আয়কর আইনজীবি, করদাতারা উপস্থিত ছিলেন। এ সময় রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী আয়কর রির্টান দাখিল করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা তথ্য অফিসের ঘোষক দীলিপ কুমার।

Comments

comments