আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ ঘাট থানার ৪ পুলিশ অফিসার প্রত্যাহার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ ,৭ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ণ ,৮ নভেম্বর, ২০১৯
গোয়ালন্দ ঘাট থানার ৪ পুলিশ অফিসার প্রত্যাহার

সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় কর্তব্যরত ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (কোজড) করা হয়েছে বলে জানা গেছে। দায়িত্বে অবহেলার কারণে এ সকল কর্মকর্তাকে কোজড করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
সূত্রমতে প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন, গোয়ালন্দ ঘাট থানার উপ পরিদর্শক (এসআই) পরিমল কুমার, সহকারী উপ পরিদর্শক (এএসআই) শওকত আলী, সৈয়দ আলী ও সোহেল রানা। সূত্র আরো জানায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সংগঠিত নানান অপকর্ম নিয়ন্ত্রণে প্রশ্নবিদ্ধ ভুমিকার কারণে ওই ৪ কর্মকর্তাকে রাজবাড়ী পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।
কি কারণে ওই চার পুলিশ কর্মকর্তাকে কোজড করা হয়েছে তা জানতে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামের মুঠোফনে একাধিকবার রিং করলে তিনি রিসিভ করেননি।
কি কারণে ওই চার পুলিশ কর্মকর্তাকে কোজড করা হয়েছে জানতে বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ শরিফ উজ জামানকে রাজবাড়ী বিডি ফোন করলে তিনি বলেন, ‘ওসি সাহেবের সাথে কথা বলেন।’ ওসি সাহেব ফোন ধরছেন না বললে তিনি জানান, সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারেন। তবে এ বিষয়ে জানতে পরে ফোন দেন।

Comments

comments