আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরের পানির নিচে আবাসিক হোটেল !


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ ,২৭ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ণ ,২৭ এপ্রিল, ২০১৮
সাগরের পানির নিচে আবাসিক হোটেল !

নিউজ ডেস্ক ।। ঘুম থেকে উঠে চোখ মেললেই আপনি দেখতে পারবেন মহাসাগরের মাছ ও জলজ প্রাণী । এমন অসাধারণ সুযোগ করে দিচ্ছে মালদ্বীপের একটি রিসোর্ট ।
পানির নিচে আবাসিক হোটেলে থাকার ব্যাবস্থা সারা বিশ্বের মধ্যে এটিই প্রথম হতে যাচ্ছে । আর অসাধারণ এ বিষয়টি প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে মালদ্বীপ ।
মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্ট সম্প্রতি তাদের আবাসন ব্যবস্থাকে নতুন মাত্রা দিতে যাচ্ছে । কনরাড মালদ্বীপস রাংগালি সম্প্রতি তাদের এ প্রকল্পে ১৫ মিলিয়ন ডলার ব্যায় করছে ।
প্রকল্পে থাকছে পানির সাড়ে ১৬ ফুট নিচের বেডরুম । এগুলোকে বিশ্বের প্রথম পানির নিচের হোটেল কক্ষ বলা হচ্ছে । তবে শুধু বেডরুমই নয়, রিসোর্টটিতে পানির নিচের আরো কিছু কক্ষ তৈরি করা হচ্ছে দর্শনার্থীদের জন্য ।
এখনো প্রকল্পনি নির্মাণাধীন পর্যায়ে আছে এবং নভেম্বর মাসে তা চালু হবে বলে আশা করা হচ্ছে ।

Comments

comments