রাজবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:৪১ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী সদর উপজেলায় পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ শেষে উপজেলা পরিষদের অর্থায়নে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন,সনদপত্র ও ভাতা প্রদান করা হয়েছে।
রাজবাড়ী উপজেলা পরিষদের আয়োজনে ১৮ সেপ্টেম্বর-১৯ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিষদের মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পষিদ ভাইস-চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, প্রশিক মোঃ নুর ইসলাম ও আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমূখ।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র অর্থায়নে ও স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ চলতি মাসের ১ লা সেপ্টেম্বর শুরু হয়। এতে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে উপজেলা পরিষদের অর্থায়নে প্রশিক্ষণার্থীদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়।