আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের সহযোগীতায় ও ইয়াং বাংলার উদ্যোগে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ডকুমেন্টারী প্রদর্শন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ ,৩০ আগস্ট, ২০১৯ | আপডেট: ২:০৬ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০১৯
জেলা প্রশাসকের সহযোগীতায় ও ইয়াং বাংলার উদ্যোগে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ডকুমেন্টারী প্রদর্শন

উজ্জ্বল চক্রবর্ত্তী ।। নতুন প্রজন্মকে জানাতে সিআরআই-এর অঙ্গসংগঠন জেলা ইয়াং বাংলার উদ্যোগে ও জেলা প্রশাসকের সহযোগিতায় রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে- বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে বিশেষ নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ২৯ আগস্ট-১৯ মঙ্গলবার সকাল ১১.টায়  ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার কর। উপধ্যক্ষ প্রফেসর এ কে এম একরামুল করিম, অত্র কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী গোলাম মস্তফা চৌধুরী রন্টু, আইসিটি বিভাগিয় প্রধান বেনজির আহমেদ, আইসিটি শিক্ষক মোঃ শরিফুল আজম ও আহসান হাবিব সহ অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন- ইয়াং বাংলা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম (সাংবাদিক) এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সহকারী সমন্বয়ক উজ্জ্বল চক্রবর্তী (সাংবাদিক)।

ভিডিও অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের আইসিটি শিক্ষক মোঃ শরিফুল আজম ও আহসান হাবিব।

এ অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন- ১৫ই আগষ্টের হত্যাকান্ডের যে মিশন ছিল, তা পুরো ব্যাপারটাই একটা অন্যায়। সেখানে শেখ শিশু রাসেলও ছিল, শিশু শেখ রাসেলকে পর্যন্ত ছাড়েনি ওরা। তাকেও হত্যা করেছে। বর্তমান সরকার যে কারনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছে, যাতে শেখ রাসেল কে আমরা মনে করতে পারি। সে কারনে শেখ রাসেলের স্মৃতি স্বরুপ এ ল্যাব স্থাপন করা হয়।

ভালভাবে লেখা-পড়ার পাশাপাশি যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে দেশ প্রেম, দেশ প্রেম ছাড়া পূর্নাঙ্গ মানুষ হওয়া যায়না। পূর্নাঙ্গ মানুষ ছাড়া একাডেমীক সে যদি ভাল নাম্বারও পায় তাহলে তার কোন মূল্য নাই। লেখা-পড়ার একটা উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্য হচ্ছে ভাল রেজাল্ট করা। তেমনিভাবে নিজেকে গড়ে তোলার জন্য অনেক কিছু শিখতে হবে, দেশের ইতিহাস জানতে হবে। মনে দেশপ্রেম থাকতে হবে।

তিনি আরো বলেন- আমি দেশের জন্য কিছু করতে চাই, এই অনুভুতিটা আসে দেশ প্রেম থেকে। দেশপ্রেম জাগাতা হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। সে কারনে একটা শুদ্ধ সুন্দর মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জানা উচিৎ। আমাদের দেশের প্রকৃত ইতিহাস আমাদের জানা উচিৎ। এইটা জানলেই সিম্পৃতি তৈরী হবে। দেশপ্রেম কিন্তু বড় একটা জিনিস, মনে দেশপ্রেম থাকলে এক সময় ঠিক জায়গায় তোমাদের পৌছে দেবে। সবাই তোমরা ঠিকমতো লেখাপড়া কর, ভাল মানুষ হও। সেই প্রত্যাশা করি ও সবার সাফল্য কামনা করি।

তিনি বলেন, আমি বিশেষভাবে আনন্দিত হলাম, যখনই শুনলাম আগষ্টে শোকের মাসে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর ডকুমেন্টারী প্রদর্শনের কাজটা রাজবাড়ীতে শুরু হয়েছে, আজ আবার এই কলেজও হচ্ছে। এই অনুষ্ঠান কারার জন্য যাদের উদ্যোগ ছিল, যারা একসাথে কাজ করেছেন, কষ্ট করে এই পর্যায়ে এনেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজ এটা ছোট পরিসরে হলেও এটা একদিন অনেক বড় হবে বলে আমি আশা করছি।

অনুষ্ঠানে, ইয়াং বাংলা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম বলেন- সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ, উদ্দেশ্য, স্বপ্ন ও তার জীবনী সম্পর্কে  ভবিষ্যৎ তরুণদেরকে অবগত করতেই এ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সকলকে কম্পিউটার চালানো শিখতে হবে, বর্তমান সরকার সে কারনেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব’ প্রতিষ্ঠা করেছেন, সেগুলোকে কাজে লাগাতে হবে,সেই ল্যাবের কম্পিউটারে প্রশিক্ষণ নেওয়ার জন্য অত্র কলেজের সকলকে অনুরোধ করেন।

২৮ আগস্ট-১৯ মঙ্গলবার সকাল ১১.টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দ উপজেলার ‘বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের’ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লার সভাপতিত্বে- প্রদর্শিত ডকুমেন্টারীটি উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও ইয়াং বাংলা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম (সাংবাদিক)।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সহকারী সমন্বয়ক উজ্জ্বল (সাংবাদিক), সহকারী প্রধান শিক্ষক রেজাউলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ভিডিও অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উপজেলা সমন্বয়ক মোঃ রাসেল খান।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা বুকে লালন করে তোমাদের এগোতে হবে সামনের দিকে।’

২৮শে আগষ্ট-১৯ শনিবার দুপুর ১.টার দিকে বালিয়াকান্দি বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বঙ্গবন্ধুর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছ। এ সময় উপস্থিত ছিলেন- স্কুলটির প্রধান শিক্ষক মহাম্মদ আলী, ইয়াং বাংলা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম (সাংবাদিক) এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সহকারী সমন্বয়ক উজ্জ্বল চক্রবর্তী (সাংবাদিক), মৃদুল চন্দ্র বিশ্বাসসহ, ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

২১শে আগষ্ট-১৯ শনিবার দুপুর ১.টার দিকে জেলা শহরের রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দিকে বঙ্গবন্ধুর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক, আিইসিটি শিক্ষক, ইয়াং বাংলা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম (সাংবাদিক) এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সহকারী সমন্বয়ক উজ্জ্বল চক্রবর্তী (সাংবাদিক) এবং অন্যান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

২১শে আগষ্ট-১৯ শনিবার দুপুর ১.টার দিকে রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বঙ্গবন্ধুর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ সময়, প্রধান শিক্ষক রেজাউল করিম, আইসিটি শিক্ষক, ইয়াং বাংলা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম (সাংবাদিক) এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সহকারী সমন্বয়ক উজ্জ্বল চক্রবর্তী (সাংবাদিক) ও শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে–

১৪/৮/২০১৯ তারিখ শনিবার দুপুরে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে- জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা আইসিটি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়, মাল্টিমিডিয়া ক্লাস ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম গতিবৃদ্ধি সম্পর্কে আলোচনা হয়।
এ সময়, ইয়াং বাংলা ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম শোকের মাস উপলক্ষ্যে ইয়াং বাংলার উদ্যোগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সংবলিত জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে মাসব্যাপী বঙ্গবন্ধুর ডকুমেন্টারি প্রদর্শনের প্রস্তাব রাখেন ও জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

এ প্রস্তাবের প্রেক্ষিতে- বঙ্গবন্ধুর ডকুমেন্টারি চালানোর নির্দেশ প্রদান করেন সেই সাথে সহযোগীতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

তার পর থেকে মাসব্যাপী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে- বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে বিশেষ নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Comments

comments