আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ ,২১ আগস্ট, ২০১৯ | আপডেট: ৯:৫১ অপরাহ্ণ ,২২ আগস্ট, ২০১৯
রাজবাড়ীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলতেই ওরা ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার স্বপরিবারেরকে হত্যা করেছিল। কিন্তু, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আদর্শকে মুছে ফেলতে দেয়নি। সে কারনে, দেশের বৃহৎ এই রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতে পূনরায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে ২১শে আগষ্ট-১৯ বুধবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলার ১৫তম দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা। সেই সাথে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।

এ সময় তিনি আরো বলেন- ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার মুল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ওই দিন গ্রেনেড হামলা হয়েছিল। এই হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়াও আহত হন আরো ৪০০ দলীয় নেতা-কর্মী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ-কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। অপরদিকে শেখ হাসিনা গ্রেনেডের আঘাত থেকে বেঁচে গেলেও তাঁর শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। এই গ্রেনেড হামলার সাথে জরিত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি করেন তিনি।

আলোচনা সভায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী,পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত ৩৮ আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির আলী, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমূখ।

সভাটি পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকে এ্যাড. সফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments

comments