রাজবাড়ীতে পবিত্র ঈদু-উল-আযহা অনুষ্ঠিত
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ ,১৩ আগস্ট, ২০১৯ | আপডেট: ৯:৪৬ অপরাহ্ণ ,১৪ আগস্ট, ২০১৯
নিজস্ব প্রতিবেদক।। পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে- নামাজের জামাত ও পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই ঈদের প্রধান জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসুল্লিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকেন। ঈদ জামাতকে ঘিরে নেয়া হয় নিরাপত্তা ব্যবস্থা । জামাতে অংশগ্রহন করতে হাসিমুখে ছিলেন মুসুল্লিরা। এক কাতারে সব বয়সের মানুষ আদায় করেন ঈদের নামাজ।
(জ্বিলহজের ১০তাং) ১২ই আগষ্ট-১৯ সোমবার সকাল ৮.টায় রাজবাড়ী জেলা শহরের শহীদ খুশি কেন্দ্রীয় রেলওয়ে ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহার নামাজের প্রধান জামাতে অংশগ্রহণ করেন- জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ সমাজের গন্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ।
অনষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা মোস্তফা সিরাজুল কবির।
এছাড়া, রাজবাড়ীর পুলিশ লাইনে অনুষ্ঠিত নামাজের জামাতে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম ঈদের নামাজ আদায় করেন। সেই সাথে আঞ্জুমান ই কাদরীয়া মসজিদে ও সদর উপজেলা পরিষদ চত্বরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
খুতবা শেষে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয় বিশেষ মোনাজাতে। নামাজ শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় মুনাজাত করা হয়। হিংসা, হানাহানি আর বিদ্বেষ ভুলে একে অপরের পাশে থাকার সৌভাগ্য কামনা করা হয় আল্লাহর দরবারে।
নামাজ শেষে, মনের পাশবিকতা দূর করার প্রত্যয়ে পশু কোরবানি করা হয়।