আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবগ্রামে ইউনিয়ন নির্বাচনী মাঠে চেয়ারম্যান আতর আলীর হালচাল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ ,২৯ জুন, ২০১৯ | আপডেট: ৭:৫০ অপরাহ্ণ ,২৯ জুন, ২০১৯
দেবগ্রামে ইউনিয়ন নির্বাচনী মাঠে চেয়ারম্যান আতর আলীর হালচাল

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন  দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূল পর্যায়ে জনপ্রিয়তায় আলোচনার শীর্ষে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক, ইউনিয়ন আওয়ামীলীগের গর্বিত সদস্য ও নির্বাচিত বর্তমানের জনপ্রিয় চেয়ারম্যান-মোঃ আতর আলী সরদার।

শুধু তাই নয়, জনপ্রিয় এই চেয়ারম্যান-মোঃ আতর আলী সরদার মূলস্রোতধারার আওয়ামীলীগ সংগঠনের ইউনিয়ন যুব লীগের সভাপতি এস, এম, সিরাজুল ইসলাম বাবলুর পিতা।

চেয়ারম্যান-মোঃ আতর আলী সরদার ১৯৮৪ সাল হতে টানা চার চার বার ইউপি মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। আর, ২০১১ সালে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সহযোগিতায় তিনি এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংগঠনিক ভাবেও কাজ করে আসছেন। সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি আওয়ামীলীগের রাজনীতিতেও মোঃ আতর আলী সরদার সফলতার ছাপ রেখেছেন। ইউনিয়নের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এবারও তিনি আসন্ন দেবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন লড়তে যাচ্ছেন।

মোঃ আতর আলী সরদার একজন সৎ, মেধাবী ও সহজ-সরলমনা, যোগ্য প্রার্থী হওয়ায় তিনি এবারের নির্বাচনেও নির্বাচিত হতে যাচ্ছেন বলে ইউনিয়নবাসি আশা করছেন। ইউনিয়নবাসির এ আশার প্রতিফলন ঘটাতে মোঃ আতর আলী সরদার তৃনমূল/মাঠ পর্যায়ে ব্যাপক গনসংযোগ করে চলেছেন।

অপরদিকে-গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহন অনুষ্ঠানে, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়াসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে- ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে- ২২শে জুন-১৯ শনিবার দিনব্যাপী গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ওই দুই ইউনিয়নে এককজন প্রার্থীর ক্ষেত্রে মোট ৬২ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদেরমধ্যে দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী- নুরুল ইসলাম মন্ডল পান ৫৫ ভোট ও আব্দুর রহমান পান ৭ ভোট। আর, দেবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম পেয়েছেন ৩৮ ভোট, এবং বর্তমান চেয়ারম্যান আতর আলী সরদার পেয়েছেন ১৪ ভোট ও জুলহাস চৌধুরী পেয়েছেন ১১ ভোট।

বর্তমান চেয়ারম্যান-মোঃ আতর আলী সরদার আওয়ামী লীগের রাজনীতিতে একজন ত্যাগী ও  পরীক্ষিত জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। সে ইউনিয়ন আওয়ামীলীগের একজন গর্বিত সদস্য। সাংগঠনিকভাবে তার তেমন কোন পদমর্যাদা না থাকার কারনেই তিনি এত কম ভোট পেয়েছেন বলে সাধারন মানুষ মনে করছেন ।

জানা যায়, সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি আওয়ামীলীগের রাজনীতিতেও মোঃ আতর আলী সরদার সফলতার ছাপ রেখেছেন। ইউনিয়নের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিটি গ্রামে গ্রামে তার দলীয় নেতাকর্মী ও কর্মি সমর্থক রয়েছে ব্যাপক। যারা তার পক্ষে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ মূলসংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। নির্বাচনে তার অবদান তুলে ধরে জনমত গঠনের কাজ করে চলেছেন। সাধারন মানুষও বসে নেই, তারাও আতর আলী সরদারে পক্ষে মাঠে নেমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দেবগ্রাম ইউনিয়নের এই নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসী জনতার মেইলকে তাদের মন্তব্য জানন যে, বর্তমান চেয়ারম্যান মোঃ আতর আলী সরদার একজন সহজ-সরল মনের মানুষ, তিনি একাধারে অত্যন্ত নম্র ভদ্র, বিনয়ী, কর্মী ও জনবান্ধব নেতা। কর্মী থেকে শুরু করে তৃণমূলের সাধারণ ভোটাররা তাঁর কাছে কোন প্রয়োজনে গেলে কাউকেই খালি হাতে ফেরাননি। তিনি সাধ্যমত সব ধরণের চেস্টা করে থাকেন। জনপ্রতিনিধি হিসাবে দেবগ্রাম ইউনিয়নের প্রতিটি এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে থেকেছেন অবিচল। অত্যন্ত নিষ্ঠার সাথে জনগনের সুখে-দুঃখে তিনি পাশে থাকেন। তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যুব ঋণ, টিউবওয়েল, সোলার বিতরণ করেছেন। আবার, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষেরও  সহায়তা করেছেন। এছাড়াও তিনি, হাট বাজার বসিয়েছেন, তিনটি আশ্রয়কেন্দ্র, বিদ্যুত, শিক্ষা প্রতিষ্ঠানের উনন্নয়নসহ বিভিন্ন রাস্ত-ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান করেছেনে।

অপরদিকে, যুব সম্প্রদায়কে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধুলায় আগ্রহী করতে তিনি ভূমিকা রাখছেন। তিনি আবারো চেয়ারম্যান হলে উন্নয়নেরে এ ধারা অব্যহত থাকবে হবে বলে মনে করছেন তারা। এছাড়াও দেবগ্রাম ইউনিয়নে সুষ্ঠ ও ফেয়ার নির্বাচন চেয়ে প্রশাসনের প্রতি দাবি জানান সাধারন মানুষ।

মোঃ আতর আলী সরদার জনতার মেইলকে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন-আদর্শ বাস্তবায়নে প্রয়াত জাতীয় নেতা কাজী হেদায়েত হোসেনের একজন কর্মী হিসেবে সারাজীবন দেবগ্রামবাসির পাশে ছিলাম ও থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিনত করার যে ঘোষণা দিয়েছেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সহযোগিতায় ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে আমি দেবগ্রাম কে একটি উন্নয়ন সমৃদ্ধ এবং দারিদ্র্য মুক্ত ও মডেল ইউনিয়ন হিসেব গড়ে তুলবো। আমি মানুষের কল্যানে কাজ করবো এবং সবসময় তাদের পাশে থাকবো। সকল স্তরের জনগনের আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন সর্বদা আপনাদের পাশে থাকতে পারি।

উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ৩০শে জুন, বাছাই ২ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই ও ২৫শে জুলাই-১৯ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নদী ভাঙনের কারণে ওয়ার্ড পুণবিন্যাস ও সীমানা জটিলতায় নির্ধারিত সময়ের ৩ বছর পর তফশিল ঘোষনা করা হয়।

Comments

comments