আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ ,১৬ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৫১ অপরাহ্ণ ,১৬ এপ্রিল, ২০১৯
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার।। একাধিক আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ক্লু-লেস হত্যা ও ডাকাতি মামলা উদ্ঘাটন এবং পলাতক আসামী গ্রেপ্তারে বিগত ফ্রেব্রুয়ারী ও মার্চ মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম।

এ উপলক্ষ্য, ১৬ই এপ্রিল-১৯ মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে রাজবাড়ীর এসপি’র হাতে ক্রেষ্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

সে সময়, ডিআইজি (প্রশাসন) আবু কালাম সিদ্দিক, এডিশনাল ডিআইজি আসাদুজ্জামানসহ ঢাকা বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
একই সভায়, ফ্রেব্রুয়ারী মাসে শ্রেষ্ঠ মামলা তদারকী কর্মকর্তা হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অস্ত্র ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা হন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া। এবং ক্লু-লেস ডাকাতি মামলা উদঘাটন, আসামি গ্রেপ্তার এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হয়েছেন জেলা গোয়েন্দা শাখার এসআই ফকির হাসানুজ্জামান।

Comments

comments