আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে প্রযুক্তি বিয়ষক প্রদর্শনী অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ ,৭ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১০:১৩ অপরাহ্ণ ,৯ এপ্রিল, ২০১৯
গোয়ালন্দে প্রযুক্তি বিয়ষক প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দ সংবাদদাতা।। গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

এতে, স্থানীয় বিভিন্ন উদ্যোক্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন প্রদর্শন করেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।

আরো উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষনা পরিষদের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ওসি এজাজ শফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রমূখ।

Comments

comments