আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর সদর হাসপাতালের আরএমও ডাক্তার তুহিনের ইন্তেকাল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ ,২৮ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:১৪ অপরাহ্ণ ,২৯ মার্চ, ২০১৯
রাজবাড়ীর সদর হাসপাতালের আরএমও ডাক্তার তুহিনের ইন্তেকাল

উজ্জল চক্রব্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আলী আহসান তুহিন (৪৫) ২৮শে মার্চ-১৯ বৃহস্পতিবার রাত ৮.টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—–রাজেউন)।

এক মেয়ে সন্তানের জনক তুহিন দুইদিন আগে রাজধানী ঢাকার মহাখালীতে একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে যান। ওই প্রশিক্ষণ শেষে আজ বিকালে তিনি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। সে সময় হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজবাড়ীর চিকিৎসক ও রাজবাড়ী সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালের তত্ববধায়ক স্বপন কুমার এ প্রতিবেদক কে বলেন, ডাঃ তুহিন ছিলেন রাজবাড়ীর একজন কৃতি সন্তান। তিনি রাজবাড়ীতে যোগদান করার পর থেকে অত্যান্ত নিবেদিত ভাবে তার দায়িত্ব পালন করে আসছিলেন। হাসপাতাল ও রোগীদের জন্য এমন নিবেদিত চিকিৎসক আর পাওয়া যাবে না।

Comments

comments