আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর ও বালিয়াকান্দিতে ভোট গ্রহনকারীদের প্রশিক্ষণ কর্মশালা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:৩১ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০১৯
রাজবাড়ী সদর ও বালিয়াকান্দিতে ভোট গ্রহনকারীদের প্রশিক্ষণ কর্মশালা

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে আগামী ২৪ শে মার্চ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকালের দিকে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ২দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আজমল হুদা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন প্রমুখ। এসময় ভোট গ্রহনকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার এ ২দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হবে।

Comments

comments